ব্রাহ্মণবাড়িয়ায় সর্বনিম্ন ফিতরা ৮০ টাকা নির্ধারণ



ব্রাহ্মণবাড়িয়া ও পার্শ্ববর্তী এলাকার জন্য জনপ্রতি সর্বনিম্ন ২ কেজি আটা অথবা এর সমমূল্য ৮০ টাকা সর্বোচ্চ ২৮০৫ টাকা সাদকাতুল ফিতরা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার মুহাদ্দিস ও জেলা জামে মসজিদের খতিব মুফতি মাওলানা সিবগাতুল্লা নূর বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া গত শুক্রবার জেলা জামে মসজিদে জুমাপূর্ব বয়ানে তিনি যাকাত ও ফেতরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।
ইসলামি শরিয়াহ মতে, আটা, যব, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলো দ্বারা ফিতরা দেওয়া। গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে ২ কেজির বাজার মূল্য ৮০ টাকা প্রদান করতে হবে। যব দ্বারা আদায় করলে বাজার মূল্য ৫৩০ টাকা, খেজুর দ্বারা আদায় করলে ২৩১০ টাকা, কিশমিশ দ্বারা আদায় করলে ১৯৮০ টাকা এবং পনির দ্বারা আদায় করলে ২৮০৫ টাকা ফিতরা প্রদান করতে হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সঠিকভাবে ফিতরা আদায় করার তওফিক দিন, আমীন।