Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের শান্তি সমাবেশ

+100%-

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বঙ্গবন্ধু স্কয়ারে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে জেলা যুবলীগ এ কর্মসূচি পালন করে।

এতে প্রধান অতিথি ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের সঞ্চালনায় ও জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট শাহানুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু ,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ এইচ মাহবুব আলম প্রমুখ।

এ সময় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া আদালতের পাবলিক প্রসিডিউটর অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী আজম, সদর উপজেলা সাবেক সাধারন সম্পাদক জসিম উদ্দিন রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সরকার, পৌর যুবলীগ সাবেক আহবায়ক মোঃ আমজাদ হোসেন রনিসহ সকল উপেজলার সভাপতি/সাধারণ সম্পাদক প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে দেশে উন্নয়ন হয়েছে। এ উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুবলীগ দেশব্যাপী কাজ করে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ। বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে যুবলীগ সবসময় মাঠে রয়েছে।