বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এবং তা প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে বাদ আসর পাওয়ার হাউজ রোডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পাওয়ার হাউজ রোড থেকে শুরু হয়ে পুলিশি বাধার মুখে কালীবাড়ী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবিএম মমিনুল হকের সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির, সহ-সভাপতি এডঃ শফিকুল ইসলাম, সহ-সভাপতি এডঃ গোলাম সারোয়ার খোকন, যুগ্ম সম্পাদক এডঃ আনিছুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোবারক মুন্সি, নজির উদ্দিন আহমেদ, আবু শামীম মোঃ আরিফ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলী আজম, হেবজুল বারী, এডঃ মালেক, এডঃ আব্দুল করিম, মোঃ আলমগীর হোসেন, নিয়ামুল হক, এডঃ আলী আজম, কাউছার কমিশনার, জিয়াউদ্দিন মুন্সি আঙ্গুর, জেলা যুবদলের আহবায়ক হাজী মনির হোসেন, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান, এডঃ আব্দুর রহিম গোলাপ, তানিম শাহেদ রিপন, জেলা ছাত্রদল সভাপতি মোঃ শামীম মোল্লা, যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী দিদার, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ হাফিজুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের তীব্র ও প্রতিবাদ জানান পাশাপাশি মামলা প্রত্যাহারের দাবি জানান। সারাদেশের নেয় ব্রাহ্মণবাড়িয়াতেও পৌর ও ইউ.পি নির্বাচনের নজির বিহীন ভোট কারচুপির তীব্র নিন্দা জানান। অনুষ্ঠিত ইউ.পি এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন বাতিলের দাবি জানান পাশাপাশি নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন। সভায় সদ্য কারামুক্ত ছাত্রনেতা মোঃ শাকিলকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।প্রেস রিলিজ