Main Menu

বিজয়ের ৪৫ বছর পূর্তি:: যথাযথ মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবস উদযাপন

+100%-

bijoyবিজয় উৎসবের যে ঢেউ বাংলার মুক্তিকামী মানুষের হৃদয়ে দোলা দিয়েছিল তারই আবেগে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা জানাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্হররের জনগন ।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে বরণ করতে বাঙালি তাদের ফুলেল শ্রদ্ধা ও অহংকারে পালন করছে বিজয়ের ৪৫ তম উৎসব।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান শহরের ফারুকী পার্কের স্মৃতি সৌধে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন করেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ সকল রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন। পরে জেলা প্রশাসক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্থানীয় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে শরীর চর্চা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 
ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌরসভা,  জেলা পরিষদ, ডাক বাংলো, পাবলিক লাইব্রেরী, শিল্পকলা একাডেমী সহ সকল সরকারী, অধাসরকারী, স্বয়ত্বশাসিত, এবং বেসরকারী ভবন ও স্থাপনা সমূহে করা হয়েছে আলোকসজ্জা।

 






Shares