বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০১৭ আব্দুল্লাহ স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রেজওয়ানুর রহমান বলেছেন আজকের চমৎকার ক্রিকেট খেলার খেলোয়াড়দের প্রতিভা শুধু ব্রাহ্মণবাড়িয়া নয় বিভাগীয়, জাতীয় এবং আর্ন্তজাতিক ভাবে কাজে লাগাতে হবে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ক্রীড়াঙ্গনকে আরো বিকশিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন ক্রিকেট অনিশ্চিত খেলা। কারন কে কোন সময় জয় এবং পরাজয় আসতে পারে তা সু-নিশ্চিত বলা যায় না। সোমবার ৩১ জুলাই ২০১৭ বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিঃ (বিজিএফসিএল) এর সহযোগিতায় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০১৭ এর টি-২০ সমাপনী ও ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে তিনি আরো বলেন ব্রাহ্মণবাড়িয়ার অনুর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেট দল চট্টগ্রাম বিভাগে ক্রিকেটে সফলতা অর্জন করেছে। তিনি এ খেলায় যে সব দল অংশ গ্রহন করেছে তাদের প্রতিভা জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে আরো সু-সংগঠিত করতে হবে। জয় পরাজয় দুইটি দলকেই অভিনন্দন জানান। জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আবু কাউছার খানের উপস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে রাখেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিঃ (বিজিএফসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌঃ মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বশিরুল হক ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ আবুল কাশেম, যুগ্ম সম্পাদক সৈয়দ মোঃ আসলাম, শামীমা মুজিব, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাফায়েত আলম, সদস্য নাজমুল হক সেলিম, আব্দুস সাকির ছোটন,মঞ্জুর-ই মাসুদ, আজিম খান বাবু, মোঃ রুহুল কুদ্দুছ (শামীম) প্রমুখ উপস্থিত ছিলেন। খেলায় ক্রিকেট একাডেমী ব্রাহ্মণবাড়িয়া (সি.এ.বি) বনাম আব্দুল¬াহ স্মৃতি সংসদ দক্ষিণ মৌড়াইল এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ১০ রানে ক্রিকেট একাডেমী ব্রাহ্মণবাড়িয়াকে পরাজিত করে আব্দুল¬াহ স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি পরিচালনা করেন আম্পায়ার মাইনুল হোসেন চপল ও মোঃ আজিম। স্কোরার আল মামুন ও তমাল। টুনামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের মোস্তাফিজুর রহমান শামীম ও ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন বিজয়ী দলের রনি। প্রেস বিজ্ঞপ্তি