Main Menu

প্রতিটি মানুষকে সুস্থ থাকতে হলে হাঁটার বিকল্প নেই: পৌর মেয়র নায়ার কবীর

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী লোকনাথ দিঘীর চারপাশ ভোরের সাথীদের ভীরে মুখরিত হয় ভোর। ভ্রমণে পরিশ্রমে ক্লান্তি অবসাদে থাকে নানা খোঁজখবরে। ২০০১ সাল থেকে যাত্রা শুরু করে প্রতিদিনের দেখা এই শহরের নানা বয়সী নাগরিক ভোর ব্রাজকদের সংগঠন ভোরের সাথী।

গত ৪ ফেব্র“ারী শনিবার ছিল এই সংগঠনের মাহেন্দ্রক্ষণের আনন্দ আয়োজন। “রেজিষ্ট্রেশনের মাহেন্দ্রক্ষণে, আনন্দ সব সাথীদের মনে” এই শ্লোগানে ভোরের সাথীরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নানা কলরবে আনন্দ উচ্ছাসে মিলিত হয় তাদেরই প্রিয় স্থানে। লোকনাথ দিঘীর উত্তর পাড়ে জমে উঠে তারার মেলা, সঙ্গীতের মূর্চ্ছনায় নেচে গেয়ে খেয়ে আনন্দঘন এক পূর্নমিলনী। ভোরের সাথী সংগঠনটি সরকারী ভাবে নিবন্ধিত সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে, সমাজসেবা বিভাগের সরকারী নিবন্ধন নম্বর ৫৬৯/১৭ পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উঠে সবাই। নিবন্ধিত ২শত ২৫ জন সদস্য সহ অতিথিদের আনন্দঘন পূর্নমিলনী অনুষ্ঠানে হয় নানা কর্মসূচী। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মেয়র নায়ার কবীর। সংগঠনের সভাপতি মোঃ নাজমুল হক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মনিরুল আলম সহ সদস্যরা নগর প্রধান অতিথি সহ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। সংগঠনের সদস্য ও অতিথিবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমিন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী এডঃ এমদাদুল হক চৌধুরী, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, যুবলীগ নেতা মামুন, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক দিনদর্পণ’র নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, ইকবাল হোসেন চন্দন, এডঃ হুমায়ুন কবীর, সাবেক পৌর কাউন্সিলর সুভাষ চন্দ্র দাস, আসিফ ইকবাল, আরিফ ইকবাল, আনিছুর রহমান, জহিরুল ইসলাম, আশিকুর রহমান, আল আমিন, শাহ আলম খন্দকার, স্বপন রায়, রাশেদ কবির আকন্দসহ ভোরের সাথী সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। ফুলেল শুভেচ্ছা প্রদানকালে পৌর মেয়র নায়ার কবীর বলেন, ভোরের সাথী সংগঠনের আনন্দ আয়োজনটি চমৎকার উৎসবে পরিণত হয়েছে। তিনি এই সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, প্রতিটি মানুষকে সুস্থ থাকতে হলে হাটার বিকল্প নেই। প্রতিদিন ভোরে এই স্থানে আসা মানুষের কোন প্রকার বিঘœ না ঘটে সেদিকে ভোরের সাথী সংগঠনকে দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। এই ব্যাপারে আমি তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব।






Shares