Main Menu

পৌরসভা সবার, এক পরিবার হয়ে সকলকে সাথে নিয়ে সুন্দর পৌরসভা গড়ে তুলবো — পৌর মেয়র নায়ার কবীর

+100%-

n_kabir30416

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদের অভিষেক অনুষ্ঠিত

ডেস্ক ২৪:: পৌরবাসীর গভীর আন্তরিকতায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর উৎসব মূখর পরিবেশে গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার নব-নির্বাচিত পৌর পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্তরের পৌরবাসীর উষ্ণ ভালবাসায় অনুষ্ঠানে অভিষিক্ত হন ব্রাহ্মণবাড়িয়ার দেড়শ বছরের ঐতিহ্যের পৌরসভার প্রথম নারী মেয়র নায়ার কবীর সহ পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ। স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে নবনির্বাচিত পৌর পরিষদের অভিষেক বাস্তবায়ন পষিদের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট লেখক র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। mp30416

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মোকতাদির চৌধুরী এমপি নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বলেন, একটি উন্নত পৌরসভা গঠনে নাগরিকদের কল্যাণে আমার উদ্যোগ এবং সহযোগিতা সব সময় ছিল, ভবিষ্যতেও থাকবে। ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আপনারা এই পৌরসভার জন্য একজন আধুনিক মানুষ, আধুনিক নারীকে মেয়র হিসেবে নির্বাচিত করেছেন, এই পৌরসভাকে সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে আমি পৌর পরিষদের সঙ্গে আছি এবং থাকবো। যতক্ষণ আমার পরামর্শ চাইবেন ততক্ষণ আমি পরামর্শ দিয়ে কাজ করে যাব। তিনি বলেন শুধু পৌরসভা নয় ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর জন্য পৌর এলাকায় আধুনিক হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য প্রকল্পের অনুদান পাওয়া গেছে, মানুষের কাঙ্খিত ফ্লাইওভার নির্মাণ হচ্ছে, কাজী পাড়া এবং কান্দিপাড়ার ভেতর দিয়ে যান চলাচলের রাস্তা ব্রীজ অচিরেই হবে। আগামী ৫০ বছরের জন্য পরিকল্পনা নিয়ে পৌরবাসী সাচ্ছন্দ্যের জন্য যা করণীয় তা করা হবে। আমার যা প্রতিশ্র“তি রয়েছে তা এক এক করে বাস্তবায়ন হচ্ছে এবং হবে। পরিচ্ছন্ন এবং সাচ্ছন্দ্যের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা গঠনে আমি আন্তরিকভাবে কাজ করবো।

n_kabir304161

অনুষ্ঠানে অভিষিক্ত হয়ে নবনির্বাচিত পৌর মেয়র নায়ার কবীর অনূভূতি ব্যক্তকালে বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন, উন্নয়নের প্রতীক নৌকাকে পৌরবাসী নির্বাচিত করেছেন এ জন্য আমি সকলের কাছে ঋণী। আমি ওয়াদা করছি পৌরসভার উন্নয়নের জন্য, পৌরবাসীর কল্যাণের জন্য নিজেকে নিবেদিত রাখবো। তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা আমাদের সকলের, আমরা একটি পরিবার। সকলের সহযোগিতা এবং দোয়ায় সকলে মিলেই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে সুন্দর পৌরসভা হিসেবে উপহার দিব। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় যে সব সমস্যা আছে সবাই মিলে কাজ করলে কোন সমস্যাই থাকবে না। আমি সকলকে নিয়ে সকলের পরামর্শে কাজ করতে চাই।

অনুষ্ঠানে পৌর পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত পৌর কাউন্সিলর হোসনে আরা বেগম, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, মিজানুর রহমান, মোঃ কাউসার, ওমর ফারুক জীবন, মোঃ ফেরদৌস মিয়া, শাহ মোঃ শরিফ, মোঃ মুরাদ খান, মোঃ মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, রফিকুল ইসলাম নেহার কে ফুল ও সম্মাননা স্মারক ক্রেস্ট দিয়ে অভিষিক্ত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ জাঙ্গীর আলম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অভিষেক অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক এড. আবু তাহের। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস আর এম ওসমাণ গণি সজীব ও উপাধ্যক্ষ একে এম শিবলী।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে বিকেল থেকেই এই অনুষ্ঠানে বিভিন্ন স্তরের পৌরবাসী মিছিল নিয়ে এসে সমবেত হয়। কানায় কানায় পূর্ণ হয়ে উঠে অনুষ্ঠান স্থল। তীব্র তাপদাহের মাঝেও গভীর আন্তরিকতায় উপস্থিত জনতা পৌর পরিষদেকে স্বাগত জানিয়ে অভিষিক্ত করেন।

এছাড়াও এই অনুষ্ঠানটি বিসেট ভিশন তিতাস এন্টারটেনমেন্ট ক্যাবলের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।






Shares