Main Menu

পুরাতন বছরের জরাজীর্ণ ভুলে নতুন বছরকে বরণ করে নিতে উৎসবে মেতেছিলো সংস্কৃতির শহর ব্রাহ্মণবাড়িয়া

+100%-

noboborshaপুরাতন বছরের জরাজীর্ণ ভুলে নতুন বছরকে বরণ করে নিতে উৎসবে মেতেছিলো সংস্কৃতির শহর ব্রাহ্মণবাড়িয়া । জেলা শহরে উদযাপন করা হয়েছে পহেলা বৈশাখ। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সূর্যদোয়ের সঙ্গে সঙ্গে বাংলা নতুন বছর ১৪২৩ বরণ করে নিতে উৎসবে মেতে উঠেন উৎসব প্রিয় মানুষগুলো।

অতীতের গ্লানি ভুলে নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় হয়েছে বর্ষবরণ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় বর্ষবরণ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বের হয় মঙ্গল শোভাযাত্রা। সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বের হওয়া শোভাযাত্রায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়।

এছাড়া নববর্ষ উপলক্ষে ফারুকি পার্কে বসেছে দিনব্যাপী বৈশাখী মেলা। এতে অর্ধশতাধিক দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন দোকানিরা। মেলায় বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। তবে সব জায়গাতেই ছোটদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অন্যদিকে, নববর্ষ উপলক্ষে শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৈশাখী উৎসবের। সন্ধ্যা ৭টায় দেশের অন্যতম বৃহৎ শিল্পীগোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।






Shares