৩ নভেম্বর কলঙ্কময় জেলহত্যা দিবস উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল
ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে –বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার
ডেস্ক ২৪:: গতকাল বৃহস্পতিবার ৩ নভেম্বর কলঙ্কময় জেলহত্যা দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি নায়ার কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুজিবুর রহমান বাবুল, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য আলহাজ্ব আবুল কালাম ভূইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মুসলিম মিয়া প্রমুখ।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার, আইন বিষয়ক সম্পাদক এডঃ তাজুল ইসলাম, তথ্য ও গবেষনা সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, নির্বাহী সদস্য মোঃ ফারুকুল ইসলাম, কাছন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোঃ জামাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান রনি, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ্ব এডঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ, জেলা কৃষকলীগের সভাপতি ছাদেকুর রহমান শরিফ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, পৌর কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল বাশার, আব্দুল হাই ডাবলু, রফিকুল ইসলাম নেহার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সরকার, জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি আলাউদ্দিন আলাল, সাধারণ সম্পাদক এম. এ মালেক চৌধুরী, বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ লিঃ সিবিএ’র সাধারণ সম্পাদক এস এম তৌফিক বেলাল, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, ষড়যন্ত্র প্রতিহত করে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি এ সময় আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও জাতীয় চার নেতার হত্যাকারীরা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের প্রতি সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। তারা অতীতেও দেশের বিরুদ্ধে নানা ষঢ়যন্ত্র করেছে তাদেরকে প্রতিহত করতে দেশের আপামর জনতাকে সাথে নিয়ে আমাদের একযোগে কাজ করতে হবে।