Main Menu

দ্বিতীয়বারের মতো মেয়র পদে নির্বাচিত হওয়ায় মিসেস নায়ার কবিরকে বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গের ফুলেল শুভেচ্ছা অব্যাহত

+100%-


ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মিসেস নায়ার কবির। মিসেস নায়ার কবির পুনরায় মেয়র নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গের ফুলেল শুভেচ্ছা অব্যাহত রয়েছে। গতকাল দিনব্যাপী মেয়রের বাসভবনে গিয়ে মিসেস নায়ার কবিরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ মোঃ আবু সাঈদ এবং ডাঃ মোঃ শওকত হোসেনের নেতৃত্বে জেলা বিএমএ নেতৃবৃন্দ, গভঃ মডেল গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন আক্তার নেতৃত্বে শিক্ষক/ শিক্ষিকাবৃন্দ,  

জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন আলাল এবং সাধারণ সম্পাদক এম এ মালেকের নেতৃত্বে শ্রমিকলীগ নেতৃবৃন্দ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, সুহিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির খান দুলাল, সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য মিসেস মাহমুদা খানম, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহিদুল ইসলাম, ইসলামপুর কাজী মোহাম্মদ শফিকুর ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাফেজ মোঃ শফিকুল রহমানের নেতৃত্বে শিক্ষক/ শিক্ষিকাবৃন্দ, ইসলামপুর আলাহজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের সভাপতি জনাব রোবেদা খানম ও অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খানের নেতৃত্বে শিক্ষক/ শিক্ষিকাবৃন্দ, ইসলামপুর আলহাজ্ব আমেনা বেগম দারুল কোরআন টাইটেল মাদ্রাসার মুহতামিম মুফতি সাঈদ আল-মামুন, সুপারিনটেন্ট মাওলানা মোহাম্মদ মোখলেছুর রহমান, ইসলামপুর আলহাজ্ব আমেনা বেগম দারুল কোরআন আবাসিক এতিম খানার মোহাম্মদ নুরুদ্দিন রুবেল, বাংলাদেশ গ্যাস ফিল্ডস এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) নেতৃবৃন্দ্, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ, ৭নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর ফারুক মিয়ার নেতৃত্বে ছয়বাড়িয়া-চন্ডালখিল এবং আমিনপুরের বিশিস্ট মুরুব্বীগণ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ কাউছার মিয়া।

ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের ফুলেল শুভেচ্ছা:
ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের অধ্যক্ষ আলহাজ্ব এড. হাবিব উল্লাহ্ এবং উপাধ্যক্ষ এড. এ কে এম সামসুদ্দিন টুনুর নেতৃত্বে অন্যান্য শিক্ষক- কর্মচারীবৃন্দ প্রমুখ।

৬নং ওয়ার্ড আওয়ামীলীগের ফুলেল শুভেচ্ছা:
৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হিরণ মিয়া এবং সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজের নেতৃত্বে জেলা যুবলীগ নেতা লুৎফুর রহমান, শহর আওয়ামীলীগের নেতা অলি আহমেদ, জেলা ছাত্রলীগ নেতা রাশেদ খান, যুবনেতা আয়ুব, রাসেল মাসুক, আলী আকসার, সবুজ, জিয়াউল করিম চৌধুরী প্রমুখ।

সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির শুভেচ্ছা:
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার পক্ষ থেকে সভাপতি মোঃ দেওয়ান হাফিজ, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা দেলোয়ার, সিনিয়র সহ সভাপতি মোঃ নাসির উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, নাঈমা সুলতানা খানম, বুরহান উদ্দিন খন্দকার, মোঃ রফিকুল ইসলাম, রোকসানা পুষ্প, ছবি নূর, এ কে এম নুরুল আলম, আবু সায়েদ, মাফিয়া খানম, রেহেনা বেগম, মোঃ শাহজাহান ভূইয়া, মোঃ আবদুল মান্নান, রওশন আরা সেলিনা বেগম, মুজিবুর রহমান, লায়লা বেগম, খেলন রানী সাহা, রমজান মিঞা, ফায়েজা বেগম, নিলুফা ইয়াছমিন, শিরিন আক্তার, নিলুফা বেগম প্রমুখ।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ফুলেল শুভেচ্ছা:
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এম. আব্দুল বাছেদ, সিনিয়র সহ সভাপতি মনির হোসেন (শিক্ষা), নিলুফার ইয়াছমিন, সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী হাফিজুল ইসলাম নাছু, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আরশাদুল ইসলাম, সদর উপজেলা শাখার সভাপতি মোঃ রুবেল মিয়া, সাধারণ সম্পাদক নাজির আহমেদ ভূইয়া, সহকারী স্বাস্থ্য পরিদর্শক চন্দন কুমার দেবনাথ, জসিম উদ্দিন, শাহনেওয়াজ খন্দকার, সুজনজীব চাকমা, কামাল উদ্দিন, প্রদোষ কান্তি দাস, জসিম মাহমুদ, মোঃ ইসমাঈল (পানি), শফিকুল আমিন, অরুন কুমার পাল, মহসিন ভূইয়া, অজিত কুমার দেবনাথ, রাজিব চন্দ্র দাস, ফরিদ মিয়া, আইরিন চৌধুরী, নাজমা সুলতানা, শারমিন জাহান, মাহমুদা আক্তার, নাছরিন আক্তার, লাকি বেগম, তাছলিমা খন্দকার প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ নব নির্বাচিত মেয়রের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। শুভেচ্ছার জবাবে মিসেস নায়ার কবির বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ সরকারি কর্মচারীগণ অত্যন্ত সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।






Shares