Main Menu

ইম্পীরিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণকালে পৌর মেয়র নায়ার কবির

দেশ ও জাতির কল্যাণের শিক্ষায় আজকের শিশু কিশোরদের গড়ে তুলতে হবে

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির বলেছেন, দেশ ও জাতির কল্যাণের শিক্ষায় আজকের শিশু কিশোরদের গড়ে তুলতে হবে। বর্তমান সরকার শিশু কিশোরদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে। শিশুদের সৃজনশীলতায় শিক্ষক, অভিভাবকসহ সকলের সহায়তা দরকার। শুধুমাত্র পুথিগত বিদ্যা ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, সেবামূলক শিক্ষায় শিশুদের গড়তে তিনি আহবান জানান। তিনি বলেন, পৌর এলাকার উত্তর পৈরতলা ঐতিহ্যবাহী এলাকা। এ এলাকায় অনেক জ্ঞানী গুনী কৃতি সন্তান রয়েছে। সেই ধারাই নতুন প্রজন্মকে সুশিক্ষিত করার ক্ষেত্রে ইম্পীরিয়াল স্কুল সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।
বৃহস্পতিবার বিকালে উত্তর পৈরতলা ইম্পীরিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্কুলের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার ভট্টচার্য্য। বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম, লেখক গবেষক মানবর্ব্ধন পাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমিন শাহীন, উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, প্রেসক্লাবের পাঠাগার ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, এডঃ কামরুজ্জামান অপু। অতিথিদের স্বাগত জানান শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মনির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উষা। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা হামদ- নাত পরিবেশন করেন। পরে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।






Shares