দিনব্যাপী নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ষবরণ উৎসব পালিত
দিনব্যাপী নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ষবরণ উৎসব পালিত হয়েছে। বর্ষবরণকে কেন্দ্র করে শোভাযাত্রা, নৃত্য, গান, নাটিকাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের আয়োজন করে।
শুক্রবার সকাল ৭টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা নেচে গেয়ে উল্লাস করেন।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান । অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশন করে সংগঠনটির নিজস্ব শিল্পীরা।
পরে মেলা চত্তরে বেলা ১০টা ৩০ মিনিটে আকর্ষণীয় লাঠিখেলা ও পুতুল নাচ অনুষ্ঠিত হয় ।
দুপুর ২টায় পহেলা বৈশাখ উপলক্ষ্যে কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
এছাড়া অন্যান্য উপজেলা পর্যায়ে মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় প্রশাসন, সংস্থা ও সংগঠন।