ডায়াবেটিস সমিতির সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তারী পরোয়ানা জারি



ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি ফৌজদারি কার্যবিধি ৭৫ ধারায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ ফরহাদ ভূইয়া এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
খোঁজ নিয়ে জানা যায়, মোঃ ইকবাল হোসেনের সাধারণ সম্পাদকের দায়িত্বকালে ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতিতে সিডিবি নামের একটি প্রজেক্ট আসে। তৎকালীন সময়ে রোগ নির্ণয়ের সেই প্রজেক্ট থেকে বরাদ্দকৃত ৩০ লক্ষ ৪৩ হাজার টাকার আত্মসাতের অভিযোগ তুলে গত বছরের ১২ সেপ্টেম্বর তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন। আর সেই মামলায় দীর্ঘ তদন্তের পর অভিযোগটি প্রমাণিত হলে গত ২৭ ফেব্রুয়ারি সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।
এ ব্যাপারে মামলার বাদী ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বলেন, দীর্ঘদিন ইকবাল হোসেন নানাভাবে ডায়াবেটিস সমিতির অর্থআত্মসাৎ করেছে। অনিয়ম-অভিযোগ তদন্ত স্বাপেক্ষে তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে। দ্রুত স্বাপেক্ষে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের নিকট দাবী জানাচ্ছি।
অভিযোগ ও গ্রেপ্তারের পরোয়ানা জারীর বিষয়ে মোঃ ইকবাল হোসেনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।