জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এর নেতৃবৃন্দ
শহীদ হাফেজ মাসুদের পরিবার ও আহত ছাত্রদের চিকিৎসায় পীর সাহেব চরমোনাইর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ১১ জানুয়ারি রাত্রে, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ায় আক্রমণে জামিয়ার ছাত্র, মুরাদনগর (কুমিল্লা) উপজেলা বাংলাদেশ মুজাহিদ কমিটির সাবেক ইমাম কাম অডিটর মরহুম হাফেজ ইলিয়াস সাহেবের পুত্র শহীদ হাফেজ মাসুউদুর রহমানের পরিবার ও অর্ধশতাধিক আহত ছাত্র জনতার চিকিৎসায় আর্থিক অনুদান প্রদান ও সার্বিক খোজ-খবর নেয়ার উদ্দেশ্য ব্রাহ্মণবাড়িয়া সফর করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের, কেন্দ্রীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় ও জেলা নেতৃবন্দকে সাথে নিয়ে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাও: ইউনুছ আহমদ’র নেতৃত্বে প্রতিনিধি দল প্রথমেই যান ঐতিয্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ায় জামিয়া প্রিন্সিপাল আল্লামা মুবারকুল্লাহ দা.বা.নেতৃবন্দকে স্বাগত জানান। সার্বিক খোজখবর, বর্তমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আসাতেযায়ে কেরামের সাথে আলোচনা করেন নেতৃবৃন্দ। এসময় আহত অর্ধশতাধিক ছাত্রের চিকিৎসার্থে পীর সাহেব চরমোনাইর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার ১১ তারিখের ঘটনায় পীর সাহেব চরমোনাইর যোগপোযোগী ভূমিকা, ঢাকায় মিছিল, মিটিং ও হরতালের সমর্থনসহ নানা বিষয়ে সন্তুষ্টি প্রকার করেন এবং মুবারকবাদ জানান প্রিন্সিপাল মহোদয় মহাসচিব সহ সহকারি-মহাসচিব মাও: ইমতিয়াজ আলম, সহ-প্রচার সম্পাদক মাও: নেসার উদ্দিন, সহ-দফতর সম্পাদক মাও: দেলোয়ার হোসেন সাকি, ই.শা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রকাশনা বি. সম্পাদক এস.এম এমদাদুল্লাহ ফাহাদ, জেলা বামুক ছদর সৈয়দ আনোয়ার আহমদ, আই এ বি ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি মাও: গাজী নিয়াজুল করীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাও: শাহ মুহাম্মাদুল্লাহ ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাহমুদুল হাসান হিফয্ ইশা ছাত্র ব্রাহ্মণবাড়িয়ার জেলার সংগ্রামী সভাপতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আবু হানিফ নোমান সহ বিভিন্ন নেতৃবৃন্দকে নিয়ে শহীদ হাফেজ মাসউদুর রহমানের ভাদুঘরস্থ বাস ভবনে যান। এসময় এক হৃদয়বিদায়ক দৃশ্যের অবতারণা হয়। শহিদ হাফেজ মাসুদের দুই ভাইকে জরিয়ে ধরে কান্নায় ভেঙ্গে পরেন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরিবারের অন্যান্য সদস্যের সাথে নাদিয়াতুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা আলহাজ্ব মাকবুল হোসাইন সাহেব। এসময় নেতৃবৃন্দ শহিদ হাফেজ মাসুদুর রহমানের পরিবারের সদস্যের হাতে আর্থিক অনুদান প্রদান করেন। মহাসচিবের দোয়ার সময় উপস্থিত সকলে বাধভাঙ্গা কান্নায় ভেঙ্গে পরেন। অতপর নেতৃবৃন্দ জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর’র মহাপরিচালক আল্লামা মনিরুজ্জামান সিরাজী দা.বা.এর সাথে সাক্ষাত করেন ও খবরাখবর নেন।