জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন ওলিও
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়েছেন ফিরোজুর রহমান ওলিও। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের কাছে আজ মঙ্গলবার পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে সদর উপজেলা চেয়ারম্যান পদে তিনি নির্বাচিত হয়েছিলেন। এবার করতে চান সংসদ সদস্য পদে নির্বাচন। এজন্য গত শনিবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমও কেনেন তিনি।
শেখ হাসিনার ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নিরন্তর কাজ করছেন উল্লেখ করে ফিরোজুর রহমান বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে আমি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য বিধি মোতাবেক মনোনয়নপত্র নিয়েছি। দলীয় মনোনয়ন পেলে আমি জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করব ইনশাআল্লাহ।’
ওলিও বলেন, ‘এমতাবস্থায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিধি মোতাবেক আমি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছি।’
এর আগে গত শনিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে দলটির মনোনয়ন বিতরণের কার্যক্রম শুরু হয়। প্রথম দিন ১ হাজার ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দ্বিতীয় দিন রোববার ১ হাজার ২১২টি বিক্রি করা হয়। তৃতীয় দিন সোমবার বিক্রি হয় ৭৩৩টি।
আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির সবশেষ তথ্য জানিয়ে বিপ্লব বড়ুয়া বলেন, ‘আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ডের সভায় দলীয় মনোনয়ন চূড়ান্ত হবে।’
গত বুধবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ভোট হচ্ছে আগামী ৭ জানুয়ারি।সূত্র:ইন্ডিপেন্ডেন্ট টিভি