কঠোর নিষেধাজ্ঞার প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়ায় ৭৭ জনকে ৭২ হাজার টাকা জরিমানা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে ব্রাহ্মণবাড়িয়ায় অনেকটা ঢিলেঢালাভাবেই কেটেছে প্রথম দিন। এর মধ্যেই ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় বিভিন্ন ব্যাক্তিকে জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে ৭৭ জন ব্যাক্তিকে মোট ৭২,৬০০/- জরিমানা করা হয়।
« ব্রাহ্মণবাড়িয়া কি বিচ্ছিন্ন কোনও দ্বীপ? (পূর্বের সংবাদ)