কালাইশ্রীপাড়া-কারখানা ঘাট সড়কের উদ্বোধন ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
একটি সুন্দর পৌরসভা বিনির্মাণে পৌরবাসীসহ সকলের সহযোগিতা প্রয়োজন —– পৌর মেয়র নায়ার কবির
ব্রাহ্মণবাড়িয়ায় নবনির্মিত কালাইশ্রীপাড়া-কারখানা ঘাট সড়কের উদ্বোধন ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের কালাইশ্রী পাড়া এলাকাবাসী ও ব্যবসায়ীবৃন্দ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। এ সময় তিনি বলেন, বর্তমান পৌর পরিষদ নাগরিকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করছে। এরই ধারাবাহিকতায় পৌরসভার বিভিন্ন পয়েন্টে উন্নয়ন কর্মকান্ড চলছে। শুধু তাই নয় প্রতিটি উন্নয়ন কর্মকান্ডের গুণগত মান নিশ্চিতে পৌর কর্তৃপক্ষের কড়া নজরদাড়ি রয়েছে। তিনি একটি সুন্দর পৌরসভা বিনির্মাণে পৌরবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেন।
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ মোঃ ইয়াছিনের সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সহকারী প্রকৌশলী সুমন দত্ত বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম, মোহাম্মদ আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা, পাঠাগার সম্পাদক মোশারফ হোসেন বেলাল, বেকারী মালিক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অজিত দাস, বিশিষ্ট সমাজসেবক মনিরুল ইসলাম স্বপন, শেখ হাসিনা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, ঠিকাদার রাব্বী। পরে অতিথিবৃন্দ দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।