উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পিঠা উৎসব
ব্রাহ্মণবাড়িয়া: চিরায়ত গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বাংলা বিভাগের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জানুয়ারি) সকালে বিভাগের হলরুমে দিনব্যাপী পিঠা উৎসবের উদ্ধোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হানিফ।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নূর মোহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপাধক্ষ প্রফেসর মো. আব্দুর রাজ্জাক মীর, শিক্ষক পরিষদের সম্পাদক এ. জেড. এম আরিফ হোসেন, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শাহআলম, সহযোগী অধ্যাপক মো. হামজা মাহমুদ, সহকারি অধ্যাপক মো. আব্দুর রউফ খান।
বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ফারহানা প্রিয়া বলেন, এটা বাংলার প্রাচীন ঐতিহ্য। এক সময় বাংলা ঘরে ঘরে শীত আসলে পিঠা বানানোর ধুম পড়ে যেত। কিন্তু এখন তা অনেকটাই হারিয়ে গেছে। নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যটাকে ধরে রাখতে প্রতিবছর আমরা পিঠা উৎসবের আয়োজন করে থাকি।
পিঠা উৎসবে ১৫ টি স্টলে প্রায় শতাধিক দেশীয় পিঠা প্রর্দশন করা হয়। এর মধ্যে পাপড়ি, ঝিনুক, তালেক কোন, নারিকেল, পাক্কন, রেশমী, ত্রিভুজ, ঝিল মিল, ডিম সুন্দরী অন্যতম। পরে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
« সরাইলে জাপা চেয়ারম্যান এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া (পূর্বের সংবাদ)