Main Menu

আনিসুর রহমানের বদলি, ব্রাহ্মণবাড়িয়ার নতুন এসপি শাখাওয়াত হোসেন

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানকে জনস্বার্থে বদলী করা হয়েছে। আনিসুর রহমাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হবেন গাজীপুর মহানগরীর উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। শাখাওয়াত হোসেন এর আগে ব্রাহ্মণবাড়িয়ার পিবিআই এর পুলিশ সুপার হিসেবে দ্বায়িত্ব পালন করে গেছেন। তিনি ২৫তম বিসিএসের একজন ক্যাডার। ২৪ নভেম্বর মহামান্য রাষ্ট্রপতির পক্ষে উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ জারি করা হয়।

আনিসুর রহমান ২০১৯ সালের ২৭ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপার পদে দ্বায়িত্ব গ্রহণ করেন। তিনি ৩ বছর তিন মাস ২৮ দিন পুলিশ সুপার হিসেবে জেলায় দ্বায়িত্ব পালন করেছেন।