আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়তে সুস্থ মানুষ ও সুস্থ জীবন দরকার:: জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন
ডেস্ক ২৪:: বর্ণাঢ্য র্যালী এবং আলোচনা সভায় সর্বস্তরের জনগণের প্রতি সু-শৃঙ্খল জীবন যাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার আহবান জানানোর মাধ্যমে গতকাল ৭ এপ্রিল সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে স্থানীয় পর্যায়ে কর্মরত এনজিও’র সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস- ২০১৬ পালিত হয়েছে।
সকালে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এর নেতৃত্বে জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণ হতে বিশ্ব স্বাস্থ্য দিবস এর একটি সমন্বিত বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নার্সিং ইনষ্টিটিউট মিলনায়তনে সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু সাঈদ এবং জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ শওকত হোসেন। বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা উপ পরিচালক অরবিন্দ দত্ত, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মুসা, ব্র্যাক জেলা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক মোঃ আবুল হাসনাত অপু। সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাজবাহুল ইসলামের উপস্থাপনায় কর্মসূচী সমন্বয় করেন স্বদেশি’র সৈয়দ আজিজুর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানুষের স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়েছে। স্বাস্থ্য নিয়ে সারা বিশ্বে ঝড় বয়ে গেছে। যার প্রেক্ষিতে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন গঠিত হয়েছে। পরিসংখ্যান উদ্ধৃত করে জেলা প্রশাসক বলেন, সারা বিশ্বে বর্তমানে ৩৫ কোটি লোক ডায়াবেটিসে আক্রান্ত রয়েছে। এর মধ্যে বাংলাদেশে ৭১ লক্ষ নারী পুরুষ ডায়াবেটিসে আক্রান্ত বলে চিহ্নিত হয়েছে। এতে ভয় পাওয়ার কিছু নেই। সু-শৃঙ্খল জীবন যাপন করলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিস মুক্ত থাকতে ও নিয়ন্ত্রণে রাখতে হলে সুশৃঙ্খল জীবন যাপন করতে হবে। তিনি বলেন, আগামী দিনের আধুনিক উন্নত বাংলাদেশ গড়তে সুস্থ মানুষ ও সুস্থ জীবন দরকার। অনেকেই কায়িক পরিশ্রম কমিয়ে ফেলেছে, তাদেরকে পরিশ্রম করতে হবে। তবেই ডায়াবেটিস মুক্ত থাকবে। আগামী প্রজন্মকে জাংকু ফুড বাদ দিয়ে পুষ্টিকর খাদ্য গ্রহণে সচেতন করতে হবে। সকলের সমন্বতি প্রচেষ্টার ফলেই বাংলাদেশ ধীরে ধীরে অগ্রগামী হচ্ছে। আগামী দিনে সুস্থ সবল উন্নত জাতি গঠনে আমরা সকলে একযোগে কাজ করবো।
বেসরকারী সংস্থা স্বদেশি, ব্রীজ, ব্র্যাক, মেরিষ্টোপস ক্লিনিক, সূর্যের হাসি ক্লিনিক এর সহযোগিতায় এই কর্মসূচী সম্পন্ন হয়। পরে চিনাইর কমিউনিটি ক্লিনিক, উড়শীউড়া কমিউনিটি ক্লিনিক, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল এবং ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে শত শত নারী পুরুষের রক্তের গ্লুকোজ এর মাধ্যমে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।