Main Menu

“পরিকল্পিত শহর গঠনে পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়নে সকলকে সহযোগিতা করতে হবে।” – দাড়িয়াপুরে পৌর মেয়র

+100%-

প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, জেলার বিভিন্ন উপজেলা ও গ্রাম থেকে চাকরি বা ব্যবসার কাজে অনেক মানুষ শহরে আবাসস্থল গড়ে তুলছে। ফলে জেলা শহরে জনসংখ্যা ঘনত্ব দিন দিন বাড়ছে। ক্রমবর্ধমান এই চাহিদার প্রতি লক্ষ্য রেখেই কোন বিশেষ এলাকায় যাতে কোন ঘন বসতি পূর্ণ না হয় তাই পৌর এলাকার অপেক্ষাকৃত অনুন্নত এলাকাগুলোতে রাস্তা ড্রেন নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। মেয়র আগামী দিনের পরিকল্পিত শহর গঠনে সূষম পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য উদ্বাত্ব আহবান জানান।

মেয়র গতকাল সকালে পৌরসভার দাড়িয়াপুরে সম্পূর্ন নব নির্মিত “হাজী কালা মিয়া সড়ক” উদ্বোধন কালে এলাকার গন্যমান্য ব্যক্তির উপস্থিতিতে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী শাহজাহান মিয়া (মিয়া ভাই), শহর আওয়ামীলীগ সভাপতি হাজী মুসলিম মিয়া, ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন, নির্বাহী প্রকৌশলী এ টি এম মহিউদ্দিন খন্দকার, সহকারি প্রকৌশলী কাওছার আহমেদ, এলাকার মুরুব্বি আলাউদ্দিন আলাল, সিরাজ মিয়া, নয়ন মিয়া, আলী মিয়া, রেজাউনুল হক মনি, জুয়েল আহমেদ, জামিল আহমেদ, ফোরকান আহমেদ ছগির হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।






Shares