”নতুন প্রজন্ম কে ভাষা আন্দোলনের চেতনায় গড়ে তুলতে হবে” —মেয়র মোঃ হেলাল উদ্দিন
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, ভাষা অন্দোলনের সুত্র ধরেই আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাই ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগকে আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে। শুধু শহীদ মিনারে ফুল দেওয়ার মাধ্যমে ভাষা শহীদদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য শেষ হবে না। ভাষা আন্দোলনের চেতনা আমাদের বুকে রাখতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে এই ভাষাকে ব্যবহার করতে হবে মর্যাদার সাথে। ছড়িয়ে দিতে হবে পৃথিবীর প্রতিটি মানুষের কাছে। তবেই ভাষা শহীদদের আত্মত্যাগ সফল হবে। মেয়র গত ২৫ ফেব্রুয়ারি বিকালে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের কর্তৃক আয়োজিত শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্তরে সপ্তাহ ব্যপী একুশে বই মেলার পঞ্চম দিনে ঝিলমিল শিশু কিশোর একাডেমী আয়োজিত সাংষ্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ সহ দেশে সমস্ত আন্দোলন সংগ্রামে দেশের তরুন সমাজ অগ্রনী ভূমিকা রেখেছে। তাই নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনা কে ছড়িয়ে দিতে হবে। ঝিলমিল একাডেমীর উপদেষ্টা বিশিষ্ট সাংষ্কৃতিক ব্যক্তিত্ব, সুরসম্্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক কবি আবদুল মান্নান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা শেখ কুতুব হোসেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত প্রমুখ। অনুষ্ঠানে আনিসুল হক রিপন এর পরিচালনায় সংগীতানুষ্ঠানে সংগিত পরিবেশন করে শিশু শিল্প তাশদিদ, ছোয়া, নানজিবা, ফারিন, দিনু, রাইসা,সঞ্চিতা,নিবেদিতা,অর্পিতা, বর্ষা ও আয়ুসী। উপস্থাপনা করে শিশু শিল্প রোকেয়া আমিন অনুসুয়া। অনুষ্ঠান নির্দেশনা করেন ঝিলমিল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুল ইসলাম শ্রাবণ। সার্বিক সহায়তায় ছিলেন ঝিলমিলের সদস্য ফয়সাল উদ্দিন মন্টি, ইফতেয়ার উদ্দিন রিফাত, মাজহারুল হক, নাজমুল হাসান, অপু প্রমুখ।