ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত
গত ২০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় সমিতির সভাপতি এম এ খালেক পিএসসির সভাপতিত্বে উত্তরা ক্লাব লিঃ ঢাকায় অনুষ্ঠিত হয়। সমিতির অতিরিক্ত সাধারণ সম্পাদক এসকে মোহাম্মদ শামীম সভাটি সঞ্চালনা করেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কার্যনির্বাহী পরিষদের সদস্য জনাব শওকত আমিন। সমিতির সভাপতি এম এ খালেক উপস্থিত ‘সবাইকে স্বাগত জানিয়ে দল, মত ও রাজনীতির উর্ধ্বে থেকে ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস ও ঐতিহ্যকে সমুন্নত রেখে সমৃদ্ধ ও সম্প্রীতির ব্রাহ্মণবাড়িয়া বিনির্মাণে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকার সকল কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুত ব্যক্ত করেন। সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল তাঁর স্বাগত বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকাকে দল নিরপেক্ষ, অরাজনৈতিক ঢাকা প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসীদের সার্বজনীন সংগঠন হিসেবে প্রতিষ্ঠার অংগীকার ব্যক্ত করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যকে সম্মিলিতভাবে এগিয়ে নেয়ার জন্য উপস্থিত সকল সদস্যের প্রতি আহবান জানান।
সভায় উপস্থিত থেকে সমিতির গুরুত্বপূর্ণ বিষয়সমূহের প্রতি আলোকপাত ও আলোচনা করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সদস্য মোঃ সাইফুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, সমিতির আজীবন সদস্য ও উপদেষ্টা, সাবেক সচিব ও সাবেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়া এবং সমিতির সাবেক সাধারণ সম্পাদক,কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মিজানুর রহমান। তাঁরা সকলেই ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস ও ঐতিহ্যের সংস্কৃতিকে ধারণ করে রাজনীতির ঊর্ধ্বে থেকে ব্রাহ্মণবাড়িয়ার কল্যাণে ঐক্যবদ্ধভাবে সমিতির সকল কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করেন।
সভার আলোচ্যসূচি অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের সদস্যগণের পরিচিতি পর্বের পর সমিতির কার্যক্রম ও কর্মপরিকল্পনা সর্ম্পকিত বিশদ আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির সহ-সভাপতি ফিরোজুর রহমান ওলিও এবং সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী, সমিতির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক নাজু, কার্যনির্বাহী পরিষদের সদস্য সুলতান আহমেদ সেলিম, কার্যনির্বাহী পরিষদের সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ বাবুল মিঞা, কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং জেলা ও দায়রা জজ অরুণাভ চক্রবর্তী, কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব ছালাহউদ্দীন চৌধুরী, কার্যনির্বাহী পরিষদের সদস্য ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মারগুব আহমদ, কার্যনির্বাহী পরিষদের সদস্য ফারহান নূর, সমিতির সাংগঠনিক সম্পাদক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মোঃ জেহাদ উদ্দিন, কার্যনির্বাহী পরিষদের সদস্য শরিফুল ইসলাম খান প্রমুখ।
বক্তাগণ সকলেই ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকাকে ব্রাহ্মণবাড়িয়াবাসীদের দল-মত নির্বিশেষে সকলের একটি প্রাণের সংগঠন হিসেবে সুপ্রতিষ্ঠিত করার উপর গুরুত্বারোপ করেন। তাঁরা ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় এ সমিতিকে যথাযথ প্রয়োজনীয় ভূমিকা পালনের উদ্যোগ গ্রহণের আহবান জানান। সমিতির ছাত্রবৃত্তি, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সম্পদ, জেলার উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ, রাস্তা-ঘাট নির্মাণ, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলা ইত্যাদি কার্যক্রমের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জনগণের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণের জন্য সমিতিকে এগিয়ে আসার আহবান জানানো হয়। সার্বিক আলোচনার প্রেক্ষিতে সমিতির বিশদ কার্যক্রম ও
কর্ম পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের জন্য কয়েকটি উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
পরিশেষে, সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নৈশভোজের মাধ্যমে সভা সমাপ্ত হয়। খবর বিজ্ঞপ্তির।