শূন্যস্থান পূরণ করার জন্য এগিয়ে আসেন মিসেস নায়ার কবির
নায়ার কবির :: ব্রাহ্মণবাড়িয়া জেলায় বর্তমানে নারী নেত্রী নেই বললেই চলে। ব্রাহ্মণবাড়িয়া শহরে নারী নেতৃত্বের অগ্রদূত ছিলেন মিসেস দিলারা হারুন। দিলারা হারুনের অসুস্থতার পর থেকেই তার শূন্যস্থান পূরণ করার জন্য এগিয়ে আসেন মিসেস নায়ার কবির। সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী এডভোকেট হুমায়ুন কবিরের গৃহীনী হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে জড়িয়ে সামাজিক কল্যাণমূলক কাজ করতে থাকেন। স্বামী জাতীয় পর্যায়ে রাজনীতিতে ব্যস্ত থাকায় ব্রাহ্মণবাড়িয়াবাসীর বিশেষ করে পৌরবাসীর সুঃখ দুঃখে নায়ার কবির এগিয়ে এসেছেন নিস্বার্থভাবে।
ব্রাহ্মণবাড়িয়া শহরে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে, শিক্ষা দীক্ষার প্রসারে যারা এগিয়ে এসেছেন তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে এসেছেন তাদেরমধ্যে সবচেয়ে এগিয়ে আছেন নায়ার কবির। তার প্রত্যক্ষ তত্বাবধানে বর্তমানে শহরে পরিচালিত হচ্ছে আইডিয়াল রেসিডেন্সিয়াল কলেজ, পলি-কমল প্রাথমিক বিদ্যালয়, হুমায়ুন কবির বিদ্যানিকেতন এর দুটি শাখা। এ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজ, পৌর মহাবিদ্যালয় প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য।
এ ছাড়া প্রতিনিয়ত তিনি অভাবী ও দুঃখী মানুষের সেবা করে যাচ্ছেন নিরব ভাবে। প্রাথমিক অবস্থায় রাজনীতিতে আসার ব্যাপারে কিছুটা অনীহা থাকলেও পারিবারিক অবস্থান, গোষ্ঠীগত অবস্থান এবং এডভোকেট হুমায়ুন কবীরের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য তিনি সরাসরি রাজনীতিতে চলে আসেন।
গত পৌরসভা নির্বাচনে এলাকাবাসীর আগ্রহ লক্ষ্য করে প্রতিদ্বন্ধিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু পরবর্তীতে একই গ্রামের দুইজন প্রার্থী হওয়ায় মুরুব্বী ও আওয়ামীলীগ নেতাদের অনুরোধে তিনি প্রার্থীতা প্রত্যাহার করেন।শহরের মুরুব্বী আলহাজ্ব শাহজাহান মিয়া (মিয়া ভাই) এর সভাপতিত্বে দক্ষিণ পৈরতলায় অনুষ্ঠিত এক সভায় তিনি প্রার্থীতা প্রত্যাহার করেন।
এরপর পেরিয়ে গেছে ৫ বৎসর। ইতিমধ্যে নায়ার কবির জনপ্রিয় হতে থাকেন ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসীর কাছে। এবারের পৌর নির্বাচনে আওয়ামীলীগ থেকে দশজন মনোনয়ন প্রত্যাশী হলেও আলোচনায় আছেন নায়ার কবির। ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ফোকাসও এখন নায়ার কবিরের দিকে।
সমস্ত চট্টগ্রাম বিভাগে পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের একমাত্র মহিলা মনোনয়ন প্রত্যাশী হওয়ায় ইতিমধ্যে তিনি দলের সভানেত্রীর নজর কেড়েছেন।
এবারের পৌর নির্বাচনে নায়ার কবিরের নির্বাচন পরিচালনাকারীদের অন্যতম তার ভাতৃস্পুত্র সারোয়ার জাহান দিপু জানান, ব্রাহ্মণবাড়িয়াকে এগিয়ে নিতে এবং ডিজিটাল পৌরসভা নির্বাচনে নায়ার কবিরের বিকল্প নেই। তিনি আরও বলেন, নায়ার কবির পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছেন। ভ্রমনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্রাহ্মণবাড়িয়াকে একটি ডিজিটাল পৌরসভায় পরিণত করতে সক্ষম হবে। সর্বোপরি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অর্ধেক নারী ভোটারের মুখপাত্র নায়ার কবির এবার মনোনয়ন পাবার ব্যাপারে অন্তত আশাবাদী মনে করেন বর্তমান প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে এবং নারী শিক্ষার বিস্তারে বিশ্বাসে একজন মানুষ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে নারী গোষ্ঠীকে বাদ দিয়ে চিন্তা করলে হবেনা।