Main Menu

মহিলাদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা মহিলাদলের উদ্যোগে আলোচনা, দোয়া মাহফিল অনুষ্ঠিত

+100%-

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলাদলের উদ্যোগে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি’র বাসভবনে গতকাল বুধবার বিকাল ৪টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় জেলা মহিলাদলের সভানেত্রী এডঃ ইসমত আরা সুলতানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা খুশপিয়ারা কবিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক সফল মেয়র ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির। এছাড়াও বক্তব্য রাখেন মোঃ জিল্লুর রহমান, এডঃ সফিকুল ইসলাম, এডঃ গোলাম সারোয়ার খোকন, মোবারক মুন্সী, আলহাজ্ব সিরাজুল ইসলাম, হেবজুল বারী, এবিএম মোমিনুল হক, শেখ মোঃ আজিম, শামীম বাছির স্মৃতি, আলমগীর হোসেন, এডঃ আলী আজম চৌধুরী, মোঃ মনির হোসেন, মোঃ আলী আজম, মিজানুর রহমান, তানিম শাহেদ রিপন, শামীম মোল্লা, শেখ মোঃ হাফিজ উল্লাহ্, দেওয়ান দেলোয়ারা কবির, এডঃ জেসমিন, মাহমুদা মুনসুর, মরিয়ম আলমগীর, তাসলিমা আক্তার, শামীমা আক্তার এবং রিনা আক্তার, সাহানা, রোকেয়া প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া পাঠ করেন জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ মোঃ শরিফ উদ্দিন।
সবশেষে নেতৃবৃন্দ মহিলাদলের ৩৭ প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কেটে বর্ণাঢ্যভাবে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের অনগ্রসর মহিলাদের কাজের সুযোগ সৃষ্টি করার জন্য মহিলা বিষয়ক মন্ত্রণালয় সৃষ্টি করেছেন। কারণ তিনি ভেবেছিলেন এদেশের মোট জনগোষ্ঠীর শতকরা ৫০ ভাগ মহিলা রয়েছে। তাই মহিলাদেরকে কর্মে নিয়োগ করতে হবে।প্রেস রিলিজ






Shares