Main Menu

নির্মাণ কাজের গুণগতমান নিশ্চিতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে. পৌর মেয়র

+100%-



ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন, শহরের প্রত্যেক এলাকাতেই রাস্তা ড্রেন নির্মাণ ও সংস্কার চলছে। সংস্কার কাজ চালার সময় কাজের গুনগত মান নিয়ে কোন প্রশ্ন থাকলে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। সংস্কার কজা চলার সময় প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন কোন কাজ করা যাবে না এবং রাস্তা সূমুহের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি শনিবার সকালে এমএস আলী রোড (সাবেক নিউ সিনেমা রোড) এর আরসিসি ঢালাই কাজ উদ্বোধন কালে এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ বর্তমান সরকারের একটি যুগান্তকারি পদক্ষেপ। এর ফলে প্রকল্প কাজ আরো বেশী স্থায়ী হবে। তিনি রাস্তা ও ড্রেন সংস্কার কাজ চলার সময় উল্লেখিত রাস্তাসমূহে যানবাহন না চলাচল করতে অনুরোধ জানান। মেয়র কাজের গুণগতমান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঠিকাদার ও ইজ্ঞিনিয়ারদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আহসান উল্লাহ হাসান, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ প্রমুখ।

18






Shares