ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪০ তম শাহাদৎ বার্ষিকী পালিত
ষ্টাফ রিপোর্টার ॥ যথাযথ মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪০ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। দিনটি পালনে আজ শনিবার সকাল ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের লোকনাথ দীঘির পাড় থেকে একটি শোক র্যালী পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থাযী কমিটির সভাপতি র, আ,ম, উবায়দুল মোকতাদির চৌধুরী এম পি এর নেতৃত্বে শহর প্রদক্ষিণ করে। শোক র্যালীতে জেলা প্রশাসক ডক্টর মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান , জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। পরে স্থানীয় আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় ১৫ আগষ্টের কাল রাতে সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট সৈয়দ এ কে এম এমদাদুল বারী, পুলিশ সুপার মিজানুর রহমান,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম সফিকুল্লাহ প্রমুখ।
দুপুরে পৌর এলাকার ২৩টি পয়েন্টে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া, প্রাথনার আয়োজন করা হয়েছে।