Main Menu

জ্বালানি শক্তির নিরাপত্তা নিশ্চত করতে হলে এর অপচয় রোধ করতে হবে-মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবসের আলোচনা সভা


জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস ২০১৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড এর আয়োজনে এক আলোচনা সভা গতকাল বিকালে বিরাসারস্থ কম্পানীর প্রধান কার্যলয়ে অনুষ্ঠিত হয়। কম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌঃ মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রিপন চাকমা। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেন, আধুনিক সভ্যতার অন্যতম চালিকা শক্তি হচ্ছে জ্বালানী। জ্বালানী নিরাপত্তা বর্তমান বিশ্বের একটি অতিপ্রয়োজনীয় বিষয়। কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন ভাবে জ্বালানী শক্তির অপচয় হচ্ছে। তাই সময় এসছে আমাদের জন্য, আমাদের নতুন প্রজ¥রে জন্য ভাবতে হবে কি ভাবে সব জ্বালানী শক্তির অপচয় রোধ করা যায়। তিনি প্রাকৃতিক জ্বালানী শক্তি ব্যবহারের অপচয় রোধ করার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানী বব্যহার করার উপরও গুরুত্ত প্রদান করেন। মেয়র জ্বালানী শক্তির নিরাপত্তা নিশ্চত করার মাধ্যমে ভবিষ্যত প্রজম্মর জন্য একটি সুন্দর  পৃথিবী গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান।প্রেস রিলিজ






Shares