Main Menu

ধর্মীয় বয়ানের পাশাপাশি মানুষকে নেতিবাচক আচরণ থেকে বিরত রাখতে ইমামগনকে ভুমিকা রাখতে হবে-মেয়র

+100%-

পৌর এলাকার ইমামগনের মাঝে সম্মানী ভাতা বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন, ইমামগন আমাদের সমাজের শ্রেষ্ঠ ও উচ্চ মর্জাদার আসনে উপবিষ্ঠ। দলমত নির্বিশেষে সকল পেশার ও সকল শ্রেনীর মানুষ ইমামদের নেতৃত্ব মেনে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তাঁদের ইমামতিতে নামাজ আদায় করেন। ইমামগনের ওয়াজ নসিহত মানুষ আগ্রহভরে শোনেন এবং তা বিশ্বাস করেন। তাই ধর্মীয় বয়ানের পাশাপাশি সমাজের সকল মানুষকে নেতিবাচক যাবতীয় আচরণ থেকে বিরত রাখতে ইমামগনকে গুরত্তপূর্ন ভুমিকা রাখতে হবে। মেয়র গতকাল মঙ্গলবার সকালে পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমামদের মাঝে সম্মানীভাতা প্রদান কালে সমবেত ইমামদের উদ্দেশ্যে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এসময় তিনি পৌরসম্পদ রক্ষণা-বেক্ষণ ও শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌর নাগরিকদেরকে সচেতন করতে জুম্মার নামাজ সহ বিভিন্ন ওয়াজ নসিহতে বক্তব্য রাখার জন্য ইমামদের প্রতি আহবান জানান। সভায় মেয়র আজীবন মানুষের খেদমত করতে ইমামগণের কাছে দোয়া কামনা করেন।    সভায় মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ মুফতি মোঃ মুবারুকুল্লাহ। অনুষ্ঠানে পৌর এলাকার ২৮৮ জন ইমামগনের মাঝে সম্মানী ভাতা প্রদান করা হয়।






Shares