ফেন্সিডিল/আরসিকফ/ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং মোবাইল কোর্টের মাধ্যমে ০২ জনকে সাজা।
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় এসআই ইশতিয়াক আহমেদ, এসআই আলী আক্কাস, এএসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ গতকাল পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। ফিরোজা আক্তার রুবি (৩৫), স্বামী-নাছির হোসেন, সাং-নয়নপুর পশ্চিমপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ২৭ (সাতাশ) বোতল আরসিকফ ও ০৩ (তিন) বোতল ফেন্সিডিলসহ অত্র অত্র থানাধীন নয়নপুর পশ্চিমপাড়াস্থ ধৃত আসামী ফিরোজা আক্তার রুবি এর উত্তর ভিটি বিল্ডিং ঘরের পশ্চিম পার্শ্বের কক্ষ থেকে ২। ফজলু মিয়া (৫০), পিতা-মৃত উলফত আলী, সাং-কান্দিপাড়া, মাইমলপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ০৫(পাঁচ) বোতল ফেন্সিডিল ও ০২(দুই) বোতল আরসিকফসহ অত্র থানাধীন কান্দিপাড়াস্থ রহমত আলীর বিল্ডিং বাড়ির পশ্চিম পার্শ্বে দুলাল মিয়ার খালী জায়গার বাউন্ডারীর পূর্বপার্শ্বে থেকে ৩। মোঃ আলম মিয়া প্রঃ ইয়াবা আলম (২৫), পিতা-মৃত খোরশেদ মিয়া, সাং-শান্তিনগর, মধ্যপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ১২(বার) পিছ এ্যাম ফিটামিনযুক্ত মাদক দ্রব্য (ইয়াবা) ট্যাবলেটসহ অত্র থানাধীন মধ্যপাড়া পোয়াপুকুরের পূর্বপার্শ্বে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করেন। উক্ত উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীগনের বিরুদ্ধে পৃথক পৃথক মাদক আইনের মামলা রুজু করে আসামীগনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়াও অত্র মডেল থানার এসআই মোঃ আবদুল আউয়াল সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাতে অভিযান পরিচালনা করে মাদক সেবী ১। জাকির হোসেন, পিতা-আবদুস সাত্তার, সাং-কাজীপাড়া, ২। মোঃ জুনায়েদ, পিতা-চাঁন মিয়া, সাং-নাটাই চান মার্কেট, উভয় থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে গ্রেফতার করে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ব্রাহ্মণবাড়িয়া সদর জনাব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া মহোদয় এর নিকট উপস্থাপন করলে তিনি মোবাইল কোর্ট মামলা নম্বর-৬৫/২০১৫ইং মোতাবেক গ্রেফতারকৃত জাকির হোসেন-কে ০২(দুই) বৎসরের বিনাশ্রম সাজা ও জুনায়েদ-কে ০১(এক) বৎসরের বিনাশ্রম সাজা প্রদান করেন। তদপুরি অত্র থানা এলাকার আইন-শৃংখলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে। প্রেস বিজ্ঞপ্তি