Main Menu

ছেলে মেয়েদের বিপদগামীতা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই-..মেয়র মোঃ হেলাল

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, ছেলে মেয়েদের বিপদগামীতা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শিশুদের শারিরিক ও মানুষিক বিকাশেও কার্যকর ভুমিকা রাখে। তাই লেখা পড়ার পাশাপাশি সুষ্ঠ জাতি গঠনে ছেলে-মেয়েদেরকে খেলা ধূলায় মোনযোগী করতে শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবকদের কার্যকর ভূমিকা রাখতে হবে। মেয়র গত বুধবার সকালে গোর্কণঘাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কালে উপরক্ত বক্তব্য প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি সাবেক কাউন্সিলর হাজী মোঃ ফেরদৌস মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত। এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউনুছ মিয়া, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য হাজি ডাঃ মোঃ ইয়াকুব আলী, ফরিদ আহমেদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম প্রমুখ। এসময় অভিভাবক বৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন পরে অতিথিবৃন্দ বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।প্রেস বিজ্ঞপ্তি