Main Menu

রামকানাই হাই একাডেমীতে পাঠ্য বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার প্রাচীণ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াত শিক্ষানুরাগী ব্যক্তিত্ব রামকানাই দত্ত প্রতিষ্ঠিত রামকানাই হাই একাডেমীতে গতকাল পহেলা জানুয়ারী ২০১৫ খ্রীষ্টিয় নববর্ষের প্রথম দিনে বাংলাদেশ সরকার প্রদত্ত বিনামূল্যের পাঠ্য বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
প্রধান শিক্ষক মোঃ আবদুন নূর এর সভাপতিত্বে সকালে বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী এবং অভিভাবক এর উপস্থিতিতে আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট রাজনীতিবিদ আমানুল হক সেন্টু। প্রথম হতে নবম শ্রেণী পর্যন্ত প্রথম দিন ৫ শতাধিক ছাত্র ছাত্রীর মধ্যে সরকার প্রদত্ত পাঠ্যবই বিতরণ করা হয়। প্রধান অতিথি ও সভাপতি তাদের বক্তব্যে অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষার গুণগত মান উন্নয়নে আন্তরিক হয়ে নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিত হওয়ার পাশাপাশি যথাযথ ভাবে মনোযোগ সহকারে লেখাপড়া করে ফলাফলে কৃতিত্ব প্রদর্শনের মাধ্যমে রামকানাই হাই একাডেমী’র সুনাম বৃদ্ধি করার আহবান জানান। অনুষ্ঠানে একাডেমীর শিক্ষার মান উন্নয়নে ওয়ান ব্যাংক ম্যানেজার মোঃ আবদুর রব একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান করেন।






Shares