Main Menu

অষ্ট্রেলিয়া,ভিয়েতনাম ও থাইল্যান্ড সফরে ঢাকা ত্যাগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মহিলা ভাইস চেয়ারম্যান

+100%-

স্টাফ রিপোর্টার: অষ্ট্রেলিয়া,ভিয়েতনাম ও থাইল্যান্ডে অনুষ্ঠিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন ও শিক্ষা সফরে যোগ দিতে রোববার রাতে(২.১১.১৪ ইং) ঢাকা ত্যাগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,বিশিষ্ট নারী নেত্রী এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। রোববার রাত পৌনে ১২ টায় সিংগাপুর এয়ারলাইন্সের একটি বিমানে দু-সপ্তাহব্যাপী এই সফরে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এডভোকেট নিশাতসহ ২৪ জনের একটি দল এই প্রশিক্ষন ও শিক্ষা সফরে অংশ নিচ্ছেন। এর নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জোয়েনা আজিজ। সফরকারী দলের সদস্যদের মধ্যে ৭ জন উর্ধ্বতন সরকারী কর্মকর্তা,দেশের বিভিন্ন উপজেলার ১১ জন চেয়ারম্যান এবং ২ জন পুরুষ ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যানদের মধ্যে চট্টগ্রাম বিভাগ থেকে একমাত্র ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত এই শিক্ষা সফর ও প্রশিক্ষনের জন্যে মনোনীত হয়েছেন। এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত এর আগে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর স্বেচ্ছাসেবক হিসেবে ২০০৩ সালে ভারত এবং ২০০৫ সালে অষ্ট্রেলিয়ার মেলবোর্ন,ব্রিসবেন,পার্থ,সিডনী ও সিঙ্গাপুর সফর করেন । সফর সফলে তিনি সকলের দোয়া কামনা করেছেন।






Shares