অ্যাডভোকেট সিরাজুল হকের ১২ তম মৃত্যুবার্ষিকী
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কৃতি সন্তান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সাবেক সদস্য, সাবেক এম.পি অ্যাডভোকেট সিরাজুল হকের ১২ তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার।
এ উপলক্ষে কসবা ও আখাউড়া উপজেলায় মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বিকেলে কসবা উপজেলা মার্কেট চত্বরে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন মরহুমের ছেলে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এম.পি।
এছাড়া আখাউড়ায় পৌর আওয়ামীলীগ এবং পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের উদ্যোগে উপজেলার সকল মসজিদ, মন্দির ও মাজারে মিলাদ এবং বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য অ্যাডভোকেট সিরাজুল হক ১৯২৫ সালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পানিয়ারূপ গ্রামে জম্মগ্রহণ করেন। তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী অর্জন করেন। তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যা মামলার প্রধান কৌশলী।