সামগ্রিক স্থিতিশীল ও উন্নত আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য জেলা পুলিশকে সম্মাননা পুরষ্কার
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে গত সোমবার চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম বিভাগের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভার শুরুতেই গত জুলাই হতে সেপ্টেম্বর পর্যন্ত বিভাগব্যাপী পরিচালিত বিশেষ অভিযানের বিভিন্ন ক্যাটাগরীতে মোট ৮জন চৌকষ পুলিশ অফিসারকে পুরস্কৃত করা হয়। যার মধ্যে এককভাবে ৪টি পুরস্কারই ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশকে দিয়ে বিশেষভাবে সম্মানিত করা হয়। জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম(বার) রেঞ্জ ডিআইজির কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোশারফ হোসেন, অতিরিক্ত ডিআইজি (এএন্ডও), চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম ও মোঃ মাহাবুবর রহমান, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপরাধ), চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম এবং অত্র বিভাগের সকল জেলার পুলিশ সুপার ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ। ধারাবাহিক ভাবে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, দুর্ধর্ষ আসামী গ্রেফতার ও মাদক বিরোধী অভিযানে বিশেষ সাফল্য এবং সামগ্রিক স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতসহ অধিকতর সেবামুখী পুলিশিং এর জন্য জেলা পুলিশের ভূয়শী প্রশংসা করা হয়। উল্লেখ্য, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম(বার) ছাড়াও অত্র জেলার আরো ৪ জন পুলিশ কর্মকর্তা যথাক্রমে মোঃ মফিজ উদ্দিন ভুঁইয়া, ইন্সপেক্টর (তদন্ত), কসবা থানা, এসআই মোঃ মজিবুর রহমান, কসবা থানা, এসআই মোঃ শফিকুল ইসলাম সরকার, ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা, এএসআই মোঃ কবিরুল ইসলাম, সরাইল থানাদেরকে সাফল্যের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। ত্রৈমাসিক অপরাধ সভায় রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সার্বিক দক্ষতায় সন্তোষ প্রকাশ করেন ও ধারাবাহিকতা রক্ষার নির্দেশ দেন। তিনি সামগ্রিক স্থিতিশীল ও উন্নত আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য জেলার সম্মানিত নাগরিকবৃন্দ বিশেষ করে জনপ্রতিনিধি, সুশীল সমাজ, জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং জেলার সকল সুনাগরিকবৃন্দকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ব্রাহ্মণবাড়িয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নয়নের জন্য পুলিশ জনতা একে অপরের পরিপূরক হয়ে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।