পাইকপাড়ায় একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছে এক প্রসূতি
ব্রাহ্মণবাড়িয়ায় একটি প্রাইভেট ক্লিনিকে শারমীন আক্তার (২০) নামক এক প্রসূতির একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়ার লোকনাথ দিঘীর পাড়স্থ সেবা ক্লিনিকে শারমীন এর ৩ ছেলে ও ১ মেয়ে সন্তান হয়।
ক্লিনিকের মালিক বিশিস্ট চিকিৎসক আলহাজ্ব ডাঃ বজলুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউপির গলানিয়া গ্রামের প্রবাসী সোহেল মিয়ার স্ত্রী শারমীন মঙ্গলবার সেবা ক্লিনিকে প্রসূতি হিসেবে ভর্তি হয়। আলট্রাসনোগ্রাফি করার পর প্রসূতির গর্ভে ৩ সন্তান ধরা পড়ে। পরে ডেলিভারীর সময় ৪ সন্তানের জন্ম হয়েছে। গাইনী চিকিৎসক ডাঃ খালেদা আক্তারের তত্বাবধানে নর্মাল ভাবে শারমীন ৩ ছেলে ও ১ মেয়ে সন্তান জন্ম দিয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন , শারমীন এই প্রথম মা হয়েছে, নর্মাল ডেলিবারিতে একই সঙ্গে ৪ সন্তান বিরল ঘটনা। প্রসূতি মা ও ৪ সন্তান সুস্থ আছে। তবে নবজাতকদের নিবিঢ় পর্যবেক্ষণে রাখা হয়েছে।