Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

+100%-


সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসর উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের টেংকেরপাড়স্থ লোকনাথ দিঘীর ময়দান থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আজাদ ছাল্লালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার), পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বসির উদ্দিন, পিটি আই সুপারেটেন্ট জেসমিন খানম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ্ প্রমুখ। সভা পরিচালনা করেন এসএম শাহীন। সভায় প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন দুর্যোগ মোকাবেলা করতে আমাদের সকলের একযোগে কাজ করতে হবে। বর্তমানে সরকার দুযোর্গ মোকাবেলার জন্য অনেক উন্নত ভারি যন্ত্রাংশ মজুদ করছে। যাতে করে যেকোন প্রাকৃতিক দুযোর্গ মোকাবেলা করা যায়।  আমরা অনেক বড় বড় প্রাকৃতিক দুযোর্গ সম্মিলিতভাবে মোকাবেলা করতে পারায় দেশের বেশী ক্ষতি হয় নি। পরে অতিথিবৃন্দ রচনা প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।






Shares