Main Menu

কালের কণ্ঠের উদ্যোগে সরকারি কলেজে রবিবার আউটসোসিং কর্মশালা

+100%-


ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আগামী রবিবার আউটসোসিং বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হবে। দৈনিক কালের কণ্ঠ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইডিড) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট (বিআইডিডি) এর যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু জানিয়েছেন, সকাল ১০টায় কর্মশালার উদ্বোধণ করবেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক মীর। বেলা ২টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় অংশগ্রহনকারিদেরকে একটি করে ২০০ পৃষ্ঠার ই-বুক, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন স্বাক্ষরিত সনদ দেওয়া হবে।
কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভসংঘের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান পারভেজ এক বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদেরকে যথাসময়ে কর্মশালায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। কর্মশালা সফলে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।






Shares