ভ্রাম্যমান আদালতের অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় ৫ জুয়ারীকে কারাদন্ড
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ জুয়ারীকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গত রবিবার বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, শেখ মোঃ জুয়েল রানা-(৩২), মোঃ খায়রুল-(২৮), নয়ন সরকার-(২৯), মামুন মিয়া-(৩২), মোঃ তারেক-(২৮)। তাদের সবার বাড়ি পৌর শহরের সরকারপাড়া মহল্লায়।
এর আগে পুলিশ সরকারপাড়ার একটি মার্কেটের ছাদে বসে জুয়ার খেলার সময় তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তিনি ৫ জুয়ারীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়ার কথা স্বীকার করেন।
« নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) মাস্টার্স কোর্স চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন »