বিজেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের আশ্বাস ইউএনও’র
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণে সরকারি সহযোগিতার আশ্বাস দিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. আশরাফুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার ইউএনও ওই বিদ্যালয় পরিদর্শনে গিয়ে পিএসসিতে শতভাগ পাসের খবর শুনে নতুন ভবন নির্মাণের পাশাপাশি পুরনো ভবন সংস্কার ও মাটি ভরাট কাজে সরকারি সহায়তার আশ্বাস দেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা খানম নতুন ভবন নির্মাণের বিষয়ে স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও ইসি, বাংলাদেশের সহযোগিতার কথা ইউএনওকে জানান।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইউএনও ওই বিদ্যালয়ে গেলে বিজেশ্বর গ্রামবাসীর পক্ষে রুমেল খন্দকার তাকে ফুলেল শুভেচ্ছা জানান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমানুল হক সেন্টু, প্রধান শিক্ষক ফরিদা খানম, রামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. রফিক, বাবু মুন্সী, জামাল খন্দকার, কালু মিয়া খন্দকার, পাভেল খন্দকার, আবু জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিজেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৮৭২ সালে প্রতিষ্ঠিত। কিন্তু দীর্ঘদিনেও এই বিদ্যালয়টির অবকাঠামোগত তেমন উন্নয়ন হয়নি। এ কারণেই বিদ্যালয়টি সরেজমিন দেখতে ইউএনও সেখানে যান।