Main Menu

লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের নির্দেশ দিলেন..জেলা জজ

+100%-


ব্রাহ্মনবাড়িয়া জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটির সভাপতি মোহাম্মদ কাউসার বলেছেন, লিগ্যাল এইড এর প্যানেল আইনজীবীদের দ্রুততম সময়ের মধ্যে তাদের মামলা গুলো নিষ্পত্তি করতে হবে। মামলা গুলোর সার্বিক অবস্থার প্রতিবেদন সংশ্লিষ্ট শাখায় জমাদানেরও নির্দেশ প্রদান করেন। তিনি মঙ্গলবার জেলা লিগ্যাল এইড কমিটির সভায় সভাপতির বক্তব্য এ কথা বলেন। তিনি প্যানেল আইনজীবীদের মামলা গুলোর বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন। সে সাথে ব্রাক্ষনবাড়িয়ার লিগ্যাল এইড কার্যক্রম আরো জোরদার করার নির্দেশ প্রদান করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ জন্য তিনি সকল মহলের সহায়তা কামনা করেন। জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ব্রাক্ষনবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাক আহম্মেদ সাহদানী, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা নাজমুল নাহার সুমী, পাবলিক প্রসিকিউটর এডভোকেট ওয়াসেক আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সারওয়ার-ই আলম, সাধারন সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক আব্দুল মালেক, জেল সুপার গিয়াস উদ্দিন, ব্রাক্ষনবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক রিয়াজউদ্দিন জামি প্রমুখ।






Shares