ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নারায়ণ চন্দ্রের বাসভবন ঘেরাও : দাবি ঘুষের টাকা ফেরত
প্রতিবেদক ::ঘুষের টাকা ফেরতের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নারায়ণ চন্দ্রের বাসভবন ঘেরাও করেছে চাকুরী প্রত্যাশী ও তাদের স্বজনরা।সোমবার সকালে এই ঘেরাও কর্মসূচি পালনের সময় তারা ক্যামেরার সামনে ঘুষের টাকা দেওয়ার ব্যাপারটি অকপটে স্বীকার করেন।চাকুরী প্রত্যাশীরা বলেন, সিভিল সার্জনের নাম ভাঙ্গিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে ওই অফিসের দুই কর্মচারী নজরুল এবং পল্লব। এসময় ওই দুই কর্মচারী ঘটনাস্থলে উপস্থিত হলে চাকুরী প্রত্যাশিরা তাদের ঘিরে ধরেন।এদিকে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে ১৭২ জন লোক নিয়োগে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের ব্যাপারটি ইতোমধ্যেই স্বীকার করেছেন সিভিল সার্জন ডা. নারায়ণ চন্দ্র দাস।এদিকে স্বীকারোত্তির পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব একেএম মোখলেছুর রহমান স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় ডা. নারায়ণ চন্দ্র দাসকে ওএসডি করার নির্দেশনা দেওয়া হয়েছে।আগামী তিন কার্যদিবসের মধ্যে ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে সিভিল সার্জন ডা. নারায়ণ চন্দ্র দাসকে ওএসডি পদে যোগ দিতে বলা হয়েছে।এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক বশির আহমেদ বলেন, সিভিল সার্জনের বাসভবন ঘেরাও করার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছায়। সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।উল্লেখ্য, সিভিল সার্জন ডা. নারায়ণ চন্দ্র দাসের বিরুদ্ধে ১৩ প্রার্থীর কাছ থেকে ৩৬ লাখ টাকা ঘুষ নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগে জেলার কসবা ও সদর থানায় পৃথক এজাহার দায়ের করা হয়েছে। তবে ঘুষের টাকা ফেরত না দিয়েই সিভিল সার্জন ডা. নারায়ণ চন্দ্র দাস পুলিশ প্রহরায় ব্রাহ্মণবাড়িয়া ত্যাগ করেছেন বলে জানা গেছে।