কর্ণেল তাহেরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
কর্ণেল তাহেরের ৩৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার ব্রাহ্মণবাড়িয়া তাহের সংসদের উদ্যোগে এক আলোচনা সভা স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্ণেল তাহের সংসদের সভাপতি এডঃ আবু তাহেরের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জেলা নাগরিক কমিটির সভাপতি প্রবীন আইনজীবী আব্দুস সামাদ, জেলা জাসদের সভাপতি এডঃ আখতার হোসেন সাঈদ,জাসদ কেদ্রীয় কমিটির সদস্য নাসিরুল হক,ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুর হেসেন,জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এডঃ কাজী মাসুদ আহমেদ,কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক সাজিদুল ইসলাম সাজিদ, ইউনাইটেড কমিউনিষ্ট লীগের সম্পাদক মতিলাল সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক সাংবাদিক আবদুন নুর, মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলা কমান্ডার আবু হোরায়রাহ, মুক্তিযোদ্ধা আসরারুন নবী মোবারক, ওয়ার্কার্স পার্টির সাধরন সম্পাদক আবু সাঈদ খান, উদিচীর সম্পাদক জহিরুƒল ইসলাম স্বপন, জাসদ নেতা নুরুল আমীন ,জাহাঙ্গীর আলম ভুইয়া প্রমুখ।
সভায় বক্তারা কর্ণেল তাহেরের আদর্শ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েম ও কর্ণের তাহেরের হত্যাকারী জিয়াউর রহমান সহ তার সহযোগীদের বিচারের দাবী জানান।