Main Menu

নৈশ প্রহরী হত্যার রহস্য উন্মোচন,হত্যায় যুক্ত ব্যক্তির আদালতে স্বীকারোক্তি

+100%-

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় বাজারে নৈশ প্রহরী জয়নালকে কুপিয়ে হত্যার ঘটনার ৩ দিনের ভেতরেই রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ। এ ঘটনায় আটক একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। চুরি করতে ব্যর্থ হয়েই নৈশ প্রহরীকে হত্যা করার কথা জানিয়েছে সে। গত বুধবার দিবাগত দেড়টার পর সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের আমতলী বাজারের নৈশ প্রহরী রাজঘর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে জয়নালকে উপর্যুপুরি কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর থেকেই বিষয়টির রহস্য উদঘাটনে মাঠে নামেন সদর মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোষ। তার তত্বাবধানে থানা পুলিশ গত শুক্রবার আমতলী বাজারে সন্দেজনক ঘোরাফেরা অবস্থায় ভাটপাড়া গ্রামের দফাদার আবদুল হকের ছেলে আবদুল মতিন(৩০) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে লুকিয়ে রাখা অবস্থায় একটি টাকশাল ও একটি ক্ষুর উদ্ধার করা হয়। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে মতিন জয়নাল হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকর করে। গত শনিবার মতিনকে আদালতে হাজির করা হলে সে বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এসময় সে জানায়,পারিবারিক দেনা শোধ করার জন্য সে আমতলী বাজারের স্বর্নের দোকানে চুরির চেষ্টা চালায়। কিন্ত পাহারাদার জয়নালের কারণে সে চুরি করতে ব্যর্থ হয়। এতে সে ক্ষিপ্ত হয়ে জয়নালের মাথায় কয়েকটি আঘাত করে তাকে হত্যা করে। এদিকে পুলিশের ভূমিকায় অল্প সময়ের মধ্যে জয়নাল হত্যার ঘটনার রহস্য উন্মোচিত হওয়ায় বাজারের ব্যবসায়ী,জয়নালের পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্থি ফিরে এসেছে।






Shares