প্রেসক্লাবের সাধারণ সভায় ঐক্যবদ্ধভাবে অপসাংবাদিকতা নির্মূলের আহবান



শনিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় প্রেসক্লাবের সদস্যের জন্য আবাসন প্রকল্প গ্রহণের যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঐক্যবদ্ধভাবে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাংবাদিক নামধারী অপ সাংবাদিকতা নিমূর্ল করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামির পরিচালনায় বক্তব্য রাখেন মোঃ আরজু, খ. ম. আ রশিদুল ইসলাম, সাদিকুর রহমান, মনজুরুল আলম, স. ম সিরাজুল ইসলাম, সহ সভাপতি আল আমিন শাহীন, সৈয়দ মোঃ আকরাম, মুখলেছুর রহমান জীবন, দীপক চৌধুরী বাপ্পী, তোফাজ্জল হোসেন, নিয়াজ মোঃ খান বিটু, মোঃ মনির হোসেন, বাহারুল ইসলাম মোল্লা প্রমুখ। পবিত্র কোরআন তেলোয়াত করেন পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা। সভায় প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিকদের মৃত্যুতে তাদের আত্মার মাগফেরাত কামনা ও দোয়া করা হয়। সভায় সাধারণ সম্পাদক সাংগঠনিক রিপোর্ট পেশ করেন।