প্রবিণদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে.. মেয়র মোঃ হেলাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র ও মিউনিসিপ্যল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, বর্তমান সরকার দেশের অসহায় দরিদ্র জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রবিণ অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের মাঝে বয়ষ্ক ভাতা কর্মসুচি চালু করেছে। যা তাদের কে এই বৃদ্ধ বয়ছে কিছুটা হলেও স্বস্তির পরশ যোগাবে। তিনি বলেন, প্রবিণরা সমাজের বোঝা নয়। সমাজের প্রতি তাদের অনেক অবদান রয়েছে। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। মেয়র বুধবার সকালে সুরস¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে পৌরসভার অসহায়-দরিদ্রদের প্রবিণদের মাঝে বয়স্কভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, পৌর কাউন্সিলর শাহ মোঃ নাসিম মিয়া, মোঃ আক্তার জাহান, ছাদেকুর রহমান শরিফ, রাহেলা ইসলাম, নিলুফা ইয়াসমিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এটিএম মহিউদ্দিন খন্দকার, শহর সমাজ সেবা কর্মকর্তা শারমিন চৌধূরী প্রমুখ। সভা পরিচালনা করেন পৌর সচিব মোঃ ইসহাক ভূঞা। উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত বয়ষ্ক ভাতা কর্মসূচির আওতায় পৌরসভার ১২টি ওয়ার্ডের ১৭০ জন বৃদ্ধকে নগদ এক কালিন তিন হাজার ছয়শত টাকা করে প্রদান করা হয়। পরবর্তিতে প্রতি তিন মাস পর পর নয়শত টকা নিজ নিজ ব্যংক একাউন্ট থেকে উত্তোলন করতে হবে।