অন্তঃসত্ত্বা গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ, শাশুড়ি গ্রেফতার
বুধবার ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডায় যৌতুকের দাবীতে ৫মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ২ বছর পূর্বে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চান্দি গ্রামের শারমীন আক্তার ডলি (১৭) এর সাথে সদর উপজেলার ছোট হরনের আলী আজমের ছেলে শফিকুল ইসলাম (২৫) এর বিয়ে হয়। বিয়ের পর থেকে শফিকুল ইসলাম যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন চালাতো। নিহতের চাচা হাবিব মিয়া জানান, বেকার স্বামী শফিকুল ইসলাম শারমীন আক্তার ডলিকে যৌতুকের জন্য মারধোর করত। তারপর শ্বশুরবাড়ির বাড়ির লোকজন বিভিন্ন সময় তার দাবীর প্রেক্ষিতে প্রায় আড়াই লক্ষ টাকা দেয় ব্যবসা করার জন্য। এরপর তার টাকার চাহিদা বাড়তে থাকে। ফের শ্বশুর বাড়িতে থেকে টাকা আনতে শারমীন আক্তারকে চাপ দেয়। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। গতকাল বুধবার ভোর ৫টার শহরের পশ্চিম মেড্ডার ভাড়া বাড়িতে ঘুমের মধ্যে তাকে গলা টিপে হত্যা করে। তার ২ বছরের এক শিশু কন্যা রয়েছে। স্বামী ও শ্বশুর মেয়ের বাবার বাড়িতে ফোন করে জানায়, তাদের মেয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসাতালে প্রেরন করে। সদর থানার ওসি তদন্ত কামাল পাশা জানান, এ ঘটনায় নিহতের শাশুড়িকে আটক করা হয়েছে। তবে বাড়ির অন্য লোকজন পলাতক রয়েছে।