জাতীয় মুসক দিবস উপলক্ষে র্যালী ও প্রচারণা
সংবাদদাতা ॥ জাতীয় মুসক দিবস উপলক্ষে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী সহ প্রচারণা মূলক কর্মসূচী পালিত হয়েছে। “মুসক দিব জনে জনে, অংশ নেবো উন্নয়নে” এই শ্লোগানে সকালে ব্রাহ্মণবাড়িয়ার পীর বাড়িস্থ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা মিয়া মোঃ নাজমুল হকের নেতৃত্বে সকল কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্যরা এ র্যালীতে অংশ নেন। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে স্থানীয় জাতীয় বীর আব্দুল কুদ্দুস পৌর মুক্ত মঞ্চে প্রচারণা মূলক সভা হয়েছে। এতে বক্তারা জাতীয় উন্নয়নের জন্য সকলকে মূল্য সংযোজন কর প্রদানের উদাত্ত আহবান জানান।
উল্লেখ্য ১০ থেকে ১৬ জুলাই পর্যন্ত জাতীয় মুসক সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।