Main Menu

আন্তর্জাতিক জনসেবা দিবস ২০১৪ পালিত

+100%-


টেকসই উন্নয়ন ও জনকল্যাণে দরকার, উদ্ভাবনী সরকার” এ শ্লোগানকে সামনে রেখে সোমবার জেলা প্রশাসন এর আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক জনসেবা দিবস ২০১৪। এ উপলক্ষে দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আজাদ ছাল্লাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোষ। প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, এদেশের উন্নয়ন নির্ভর করছে সেবা গ্রহীতা ও সেবা গ্রহণকারীর দেশপ্রেম এর উপর। দেশ পরিচালনায় বর্তমান সরকার এর ব্যাপক সাফল্য রয়েছে। শিক্ষা, আইসিটি, অবকাঠামো, শিশু ও মাতৃমৃত্যু ইত্যাদিক্ষেত্রে দৃশ্যমান সাফল্য রয়েছে। সেবাদানের ক্ষেত্রে একজন মানুষ কতটুকু আন্তরিক ছিলেন এর নিরীখে তাঁর মূল্যায়ন হবে। সেবাদান নিশ্চিত করার জন্য বর্তমান সরকার প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের ব্যাপক প্রণোদনা প্রদান করেছেন। সেবাপ্রদান নিশ্চিতে কর্মকর্তা-কর্মচারীদের উপর ব্যাপক তদারকিত্ত নিশ্চিত করেছে। সেবা প্রদানে আমরা যদি সচেতনতা, মানবিকতা ও সততা দ্বারা পরিচালিত হই তবেই দেশ একদিন সমৃদ্ধির শিখরে পৌঁছুবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ বছির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমা বেগম, জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্লাহ, এনডিসি মোঃ নাজমুল আহসান, জেলা কালেক্টরেট এর সহকারী কমিশনার ও ম্যাজিষ্ট্রেট উম্মে হানী, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা কালেক্টরেট এর সহকারী কমিশনার ও ম্যাজিষ্ট্রেট ইয়াসমিন নাহার রুমা।






Shares