বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর ‘রাইজার পর্ব-২’ উদ্বোধন
রবিবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়ায় ‘রাইজার পর্ব-২’ উদ্বোধন করলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর উপমহাব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোঃ খাইরুল ইসলাম। “মেসার্স মেটকো এন্ড কন্সট্রাকশনস” ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে রাইজার পর্ব-২ এর সকল কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়ায় পরিচালিত হবে। এই ব্যাপারে “মেসার্স মেটকো এন্ড কন্সট্রাকশনস” এর কর্ণধার শেখ সাদী জানান, এই রাইজার পর্ব-২ কার্যক্রমের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার গ্রাহকগণ দ্রুততার সাথে তাদের নতুন গ্যাস সংযোগ পাবে। মূলত আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে জনগণের দোঁরগোড়ায় অতিদ্রুত গ্যাস সংযোগ পৌঁছে দিতে যে উদ্যোগ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী গ্রহন করেছেন তাতে কোম্পানীর সকল কর্মকর্তার জন্য সাধুবাদ জানাই। উপ মহাব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মো: খাইরুল ইসলাম বলেন, রাইজার পর্ব-২ এর কার্যক্রম শুরু হওয়ায় গ্যাস সংযোগ ত্বরানি¦ত হবে, নতুন সংযোগ প্রত্যাশী আবেদনকারীরা দ্রুত গ্যাস সংযোগ পাবে। এই পর্যন্ত ৮০০০ গ্রাহকের আবেদন জমা আছে, রাইজার পর্ব-২ এর মাধ্যমে ২২০০ টি সংযোগ দেয়া হবে। অবশিস্ট সংযোগ প্রত্যাশীদের সংযোগ পাইয়ে দিতে জুলাই মাসের ভিতরেই রাইজার-৩ এর জন্য দরপত্র আহ্বান করা হবে। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপক প্রকৌশলী (সেবা) মোহাম্মদ আবু জাফর, উপ ব্যবস্থাপক (প্রশাসন) প্রকৌশলী মোঃ শাহনুর আলম, সহঃ প্রকৌশলী মোঃ সেলিম খান সহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও, বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্ণধার উপস্থিত ছিলেন।